এখনও সন্ধ্যা নামে নি
তবুও আঁধারের ঘনঘটা -
এখনও সাঁঝের পাখিরা ঘরে ফেরে নি
তবুও ধূসর কুয়াশায় ভরা।

জীবনটা অন্ধগলি দিয়ে হাঁটছে
আলো নেই, বাতাস নেই -
শুকনো পাতার বিছানায় শুয়ে আছে ভবিষ্যৎ
ভাঙাচোরা রাত্তির জুড়ে শুধুই জোনাকির দীর্ঘশ্বাস।

শীতের তাপমাত্রা বাড়ছে না
পৌষের মুখে দাঁড়িয়ে আছে শীত
তবুও শীত নেই -
খেজুর গাছের গলা শুকিয়ে গেছে।

গাছে রসের হাঁড়ি ভরছে না
অস্তমিত সূর্যের হাত ধরে নগ্ন হাঁটছে মানুষ
যদি বাঁচতে চাও প্রকৃতির বুকে মাথা রেখে শুয়ে পড়ো
দেখতে পাবে প্রকৃতির ছয় ঋতুর অপূর্ব মহিমা।

             ******

রচনাকাল -
১০শে ডিসেম্বর ২০২৪