আসছে পুজো মায়ের বোধন
খুশিতে ডেকেছে বাণ
রঙিন পোশাক রঙিন ভুবন
হৃদয়ে জাগছে প্রাণ।
দুঃখ সুখের মিলন মেলায়
উৎসারিত আলো
কলকারখানা থাকলে বন্ধ
সবাই কী থাকবে ভালো?
জোনাকি আলো যায় হারিয়ে
শহর আলোকময়
গ্রামের মানুষ নেই পিছিয়ে
দুঃখকে পায় না ভয়।
আলোর মিছিল গ্রামেও পাবে
রঙিন আতসবাজি
মাটির ঘরেও এতো আয়োজন
দুঃখও বইতে রাজি।
ধনী গরীব সবার ঘরে
পাবে অন্ন ভোগ
সারা রাত্তির ঠাকুর দেখা
আছে মা দূর্গার যোগ!
******
রচনাকাল -
২৪শে সেপ্টেম্বর ২০২৪