শরতে শিশির কাশফুল হাসে
এসেছে পুজোর মাস
মহালয়া দিন পেরিয়ে এসেই
করছি সুখে বাস।

রঙিন আলো ঝিকিমিকি পথ
কাটুক জীবন ছন্দে
টগর গোলাপ জুই চামেলি
সব্বাই থাকুক আনন্দে।

জটিল জীবন হামাগুড়ি দেয়
সুখটুকু লিখে রাখি
জোনাকির সাথে সখ্যতা রেখো
রেখো না জীবনে বাকী।

আলোকসজ্জায় উঠেছে সেজে
শহর থেকে গ্রাম
আমজনতা পশরা সাজায়
মিলবে কিছুটা দাম।

মা দূর্গা পরিবার নিয়ে
এসেছে বাপের বাড়ি
খুশির মিছিলে হাঁটবে মানুষ
কেউ বা চড়বে গাড়ি।

      ******

রচনাকাল -
৪ঠা অক্টোবর ২০২৪