অস্থির সময় -
বুকে জড়িয়ে শুয়ে থাকি
বোবা কান্নারা অসহায়
আজন্ম কালের দুঃখকে
লিখে রাখি আস্তিনে।
খণ্ড খণ্ড শরৎ মেঘ
কষ্টের মশাল নেভে না
অলীক সুখ চুরি হয়ে যায়
এতো আলো এতো রোশনাই
তবুও হৃদয় গভীরে দগদগে ঘা।
জন্মান্তর আছে কী?
ধূসর চাঁদের আলো ক্ষয় হয়ে যায়
একটা পুনর্জন্মের অধিকার -
বেঁচে থাকতে চাই হাজার বছর।
******
রচনাকাল -
৯ই অক্টোবর ২০২৪