আহত নদীতে শুয়ে আছে ভবিষ্যৎ প্রজন্ম
চর ধরে হেঁটে চলেছে অসংখ্য অভিমান
কাব্যের আঙিনায় ঘুরে দাঁড়াবে একদিন মরা নদীও
বর্ষায় ফুঁসে উঠবে আহত নদীর উঠোন।

ভেঙে চুরমার করে দেবে সভ্যতার অ-সুখ
যাকে সারা জীবন অবহেলা করি
সেই আহত নদীও ধ্বস নামিয়ে দেয় প্রবল স্রোতে
ডুবে যাবে সবকিছু, সুখ অসুখের অন্দরমহল।

গৃহহীন মানুষ হাবুডুবু খাবে শৈশবের মতো
চরাচর জুড়ে যেন কঙ্কালের উৎসব -
তিন প্রহর পেরিয়ে যায় তবুও ভোর হয় না
অন্ধ বাতাসের সোঁ সোঁ শব্দে বুক কেঁপে বারংবার।

           ******

রচনাকাল -
৩রা জুলাই ২০২৪