তুচ্ছ বিকেল অনাদায়ী মেঘ
গজরায় সারাদিন
কাশফুল আজ বসাবে আসর
শরতের নেই ঋণ।

ঠিকানা বদলে মেঘ বালিকা
খেলছে লুকোচুরি খেলা
শারদ প্রভাত আগমনী গান
বসবে পুজোতে মেলা।

উদাস বাউল একতারা হাতে
মেঠো পথ ধরে যায়
স্বপ্ন কুড়িয়ে রাখছে ঝোলায়
ভবিষ্যৎ দেখতে পায়।

ভোরের শিশির ঘাসের বুকে
নতজানু হয় রোজ
গঙ্গা ফড়িং লাফিয়ে বেড়ায়
কেউ নেয় না খোঁজ।

হৃদয়ের খাদে আহত গোলাপ
সারাদিন দেয় উঁকি
মেঘ রোদ্দুর বৃষ্টি খেলায়
জীবনে নেই কী ঝুঁকি?

       *******

১ সেপ্টেম্বর ২০২৩