কৃষকের চোখে ঘুম উবেছে
পড়ছে অঝোরে বৃষ্টি
মাঠের ফসল রইবে মাঠে
আবার হবে কী সৃষ্টি?

সুখ এসেছে হাতের মুঠোয়
ঘরেতে আসবে ধান
সোনার ফসল দিও না ডুবিয়ে
নেই গরীবের অভিমান!

      *****