পাঁচিল ঘেরা এ বাড়িখানা মোর
তিনশতকের স্মৃতি
আঁধার-আলোতে রোদ-ছায়া মিশে
ঘিরে আছি দিন-রাতি,
কতজন এলো স্মৃতি রেখে গেল
কত ফুল ফুটে কত ঝড়ে গেল
রক্তে আমার জ্বলেনি প্রদ্বীপ
নিভে গেছে তাঁর বাতি,
আঁধার-আলোতে রোদ-ছায়া মিশে
ঘিরে আছি দিন-রাতি,
আমার এ আঙিনা বাগান দু-খানা
আগাছা-গুল্মে ঢেকে
মেঝেখানি ধূল, শ্রীহিন এ প্রতুল
শ্যাওলাতে গেছে এঁকে,
আশে পাশে তাঁর কত জনতার
হেটে চলে যাওয়া কত যুগ পার
কেউ জ্বালেনিতো কেউ রাখেনিতো
রাজমহলের বাতি
আঁধার-আলোতে রোদ-ছায়া মিশে
ঘিরে আছি দিন-রাতি,
শান বাঁধা ঘাটে জোছনার রাতে
শশীকান্তের বহর
কথা কতো ছলে রুপ ধোওয়া জলে
প্রেয়সী নেত্রে লহর,
দিন দিন তাঁর ঘিরেছে আঁধার
ভেঙেছে দেয়াল রুপ মদিরার
তিনশতকের স্মৃতিখানি মোর
ব্যাথার পিত্তে গাঁথি,
অশরীরী চির ছায়া হয়ে তাঁর
ঘিরে আছি দিন-রাতি