হ্যাঁ আমি বলব আমার তেতাল্লিশ অন্তবর্তি বাংলাদেশ
একত্তর থেকে চৌদ্দ আমার একবিংশ।
দীর্ঘ যাত্রার মাঝপথে আমি নবাগত এক।
স্বৈরাচার, বৈরিতায়, বর্বরতায় দেখেছি সহিংষতা,
আজ্ঞাত লাশের মৌসুমি স্রোত।
দানবীয় থাবা, দাবানলে আঁকা চিত্র,
ক্ষেতের ফসল, মার্কেট পোড়ে, গার্মেন্টস ছাই ছাই।
তরুন ছাত্রের ঝাঝড়া করা বুক, নেতার দেহের পাপের গন্ধ।
দেখেছি ছোট্ট শিশু, ছেড়া কাপড়ে বিদ্রোহ করা জীবন সংগ্রাম।
তরুন ছেলের ধর্মের জয়গান, বারুদে পোড়া,
মায়ের হাহাকার।
এ আরেক বাংলাদেশ,
পথে পথে আজ শকুনে খায়না লাশ, সে একাত্তর গেছে অতিত।
আজ স্বাধীনতার বাংলাদেশ,
পথে পথে আজ মানুষের লাশ, অজ্ঞানতার, বর্বরতার, বৈরিতার,
কোথায় মানুষ কে করে কার খোঁজ?
আমার স্বাধীন বাংলাদেশ, এ যে আরেক একাত্তর,
মাঝে মাঝে পচিশে মার্চ,
আসছে আরেক ঊনসত্তর।