=====
এক মুঠো শিউলী ফুল
সদ্য কুড়োনো, শরতের মেঘের মত শাদা,
নত মুখ, থরথর দুটি ঠোঁটে
বাক্যহীন, স্তব্ধ মূক পৃথিবীর তাবৎ প্রগলভতা,
সেই বুঝি ছিল শেষ দান,
তারপরে, মায়াহীন জলঙ্গীর ঘোলাটে জলে
প্রতিমার আকণ্ঠ ভাসান !
ভাসানের দিনে অঝোরে বৃষ্টি নামে
আকাশও কাঁদে আদিগন্ত প্লাবনে অসহায়,
কেউ এসে কখনও দাঁড়ায়নি আর
সেই ধুলোমাখা বিমনা চৌকাঠে,
সেই বুঝি ছিল জীবনের শেষ দেখা,
কতদূরে, কোন নীহারিকায় মিলিয়ে গেল
অস্পষ্ট সে চরণচিহ্ন রেখা !
সন্ধ্যাধূপের মত মন জ্বলে আজো, জ্বলে নিশ্চুপ,
কিছুই হয়নি সারা, নিরন্তর জ্বলে সেই দহনমগ্ন ধূপ !