~~~~~~~~
ধবল মেঘের কাছে
   কি তোমার কামনা ছিল,
শরতের আকাশের কাছে
    কি তুমি চেয়েছিলে নিভৃতে,
শীতার্ত রাতের কাছে
    কি এমন কামনা রেখেছ তুমি,
বসন্তের উতলা হাওয়ায়
    কোন গোপন স্বপ্নটুকু
দিয়েছিলে উড়িয়ে !

একলা ঝর্ণার জলের স্রোতে
   কি তুমি দিয়েছ ভাসিয়ে,
মৌন পাহাড়ের গায়ে
  কোন বাসনা তুমি এঁকেছ অক্ষরে,
মৃতপ্রায় নদীর বালুচরে
  কি তুমি রেখেছ লুকিয়ে অতলে,
স্বরবৃত্ত ছন্দের হৃদয়ে
   কোন কাব্যকথা তুমি
    রেখেছ একান্তে !

আকাশ ও মেঘে
    কানাকানি হয় খুব
      তুমি কি জানো?
শীতের রাত ও বসন্ত হাওয়ায়
    যে মধুরতম সদ্ভাব,
ঝর্ণা, নদী ও পাহাড়ের যে
   নিবিড় আত্মীয়তা
তা' নিশ্চয় মানো?
বিহ্বলতা তোমাকে কখনও কি
ছোঁয়নি প্রগাঢ় সময়েও একেবারে !

ঊষার পবিত্র প্রহরে
   শূন্যবক্ষ হেঁটে যাও
ঝর্ণার কাছে, নদীর কাছে,
    পাহাড়ের কাছে,
হাত পাতো নগ্ন শিশিরের কাছে,
ক্লান্ত শিউলীর শুভ্রতার কাছে,
চোখ রাখো শালিখের
    ঘুমভাঙা চোখে,
অথবা, সদ্যফোঁটা কুঁড়ির
     পেলব মাধুর্য্যে !

যে অমৃতদানে
   ভরে ওঠে তোমার অঞ্জলি,
সেই হোক তোমার
    এই জনমের পবিত্রতম সঞ্চয়,
আমৃত্যু মুগ্ধকর
    গোপনতম ঐশ্বর্য্য !
তোমার দিন ও রাতের
    প্রতিটি প্রহর সে অমৃতে
খুঁজে নিক জীবনের পরম শৌর্য্য !

*****************
এক বছর পার হয়ে গেল শেষ লিখেছিলাম আসরে, প্রায়ই এসে পড়ে গিয়েছি সবার লেখা, দেখেছি নতুনদের আগমন । আসরের চেনা অনেকে আসেন না বা লিখেন না অনেকদিন, বোদরুল ভাইকেও দেখি না ।

কবি হুমায়ুন কবীর সাহেবের আশু আরোগ্য কামনা করি ।

শুভ বিজয়া ও পবিত্র মহরমের আন্তরিক শুভেচ্ছা জানাই  এডমিন সহ আসরের সবাইকেই - ভালো থাকুন সকলে ।