_____________
তোমাকে তো জানি
অতল ছুঁয়ে দেখা হয়ে গেছে
কতশত বার,
আরো অতলে যেতে আহবান ছিল ঠিকই
উতল প্রাণ জুড়ে উদগ্র হাহাকার !
নক্ষত্রের গায়ে গায়ে
চাঁদের তুলিতে আঁকা স্বপ্নিল
চেতনার ঢেউ,
অমাবস্যা পেরিয়ে আসা রাতের প্রহরে
আরো কি অপেক্ষায় ছিলো কেউ !
শিশির আলপনা আঁকে
ঊষার নরোম প্রহরে আনমনে
কাঁচের জানালায়,
কোন দূর নগরে কার তরে আর
কে থাকে শবরী অপেক্ষায় !
নিশীথের নির্ঘুম বেদনা
অলক্ষ্যে জীবনের তীর ছাপিয়ে
যায় নিঃশব্দ প্রপাত,
তোমার মেহগনি শরীরে অমৃতখনি
খুঁজে চলে দিন, স্মৃতির রক্তপাত !
----০---