_____________
অভিমান করিয়াছে সে,
বলিয়াছে,
সে আর
কহিবে না কথা !
সময় থমকে থাকে,
উদভ্রান্ত এক
পথিকের মতো,
নির্লিপ্ত সরলতা !
বনবীথিদল নিঃসার,
অপেক্ষায়,
থাকে উন্মন,
স্তব্ধ্ব নীরবতা !
দূর আকাশে চিল
উড়ে চলে,
গায়ে মেখে
রৌদ্রের অমরতা !
আরক্তিম মুখে তার
কি কথা যে
কেঁদে মরে
কে জানে তা' !
বনবীথিচূড়ায় চিলের
আবাসখানি
কেন জানি
লুকায় রুক্ষতা !
তিরতির নদীজলে
প্রখর দুপুরে
চিলের ছায়া
ঝরালে সরবতা !
অভিমান মুখ তুলে,
উদাসী চোখে,
ঝড় আনে কী,
স্বপ্নিল কথকতা !