--------------
ফিরে এলেই কুসুমডাঙা, ময়নাগড়ের মাঠ;
শাপলা দীঘির মায়াবী জল,
কানাসাধুর হাট ।
মাধবীলতার তুমুল টান, বকুল ফুলের ঘ্রাণ;
প্রজাপতির রঙিন পাখায়
শিশিরবিন্দুর মান ।
ফিরে এলেই মুখ ঝামটা,
অভিমানের ঝড়;
পৌষালী মেঘ বৃষ্টি সেজে ভাসালে প্রান্তর !
অনিন্দিত চোখের জলে
মেঘের কারুকাজ;
উন্মনা মেঘ হারায় দিশা - স্বপ্নসুখের সাজ !
ফিরে এলেই শালিখ দোয়েল গাঙচিল ডাকে,
হিমেল হাওয়ার উতল পরশ
প্রাণটি জুড়েই থাকে !
হয় না তবু ফিরে আসা, বুকের ভেতর বৃষ্টিধারা;
জনম জনম জেগে থাকে
তোমার কাছে ফেরার তাড়া !