--------------------

আমি যখন খুঁজে ফিরি আলোর বাহার
তখন তুমি মর্ত্যজুড়ে সাজিয়েছ অন্ধকার !

আমি যখন আলোয় আলোয় ভরেছি আকাশ
তখন তুমি ফুসফুস চিরে টেনে নিচ্ছো সমূহ বাতাস !

আমি যখন পথের দু'ধারে সাজিয়েছি পুস্পবীথিমালা
তখন তুমি নিঠুর রক্তস্রোতে ভরেছ জীবন ডালা !

আমি যখন খুঁজেছি কালি ও কলমে শক্তির বিভাস
তোমার হাতে তখন শাণিত চাপাতি, অনন্তের লাশ !

আমি যখন অক্ষরে অক্ষরে দেখি স্বপ্ন জীবনের
তোমার নগ্ন হিংস্রতা লুটে নেয় সুখ ও শান্তি মানুষের !

সময় রাখছে লিখে তোমাদের সকল দানব কীর্তি
ইতিহাস ফিরে আসে বিপরীত মেরুতেই, বুমেরাং তীরটি !

                      ----/\----