-------------------------
ও মেঘ, তুমি আমূল ছুঁয়েছো বুঝি পাহাড়ের মন ?
-মন নয়গো মন নয়, ছুঁয়েছি চরণ !
চরণ ছুঁয়েছো যদি আদিগন্ত তার মন বোঝো নাই ?
-কী পাগল, চরণ ছুঁয়ে বুঝি মন বোঝা যায় !
চরণে যে রেখেছো হাত, মনে কী মন রাখো নি ?
-মন সে তো রহস্যময়ী, তার হদিস কি জানি !
জানা অজানার কথা নয় গো, মন তবু বোঝে মন ;
-অতশত বুঝি নাগো, আমি শুধু ছুঁয়েছি চরণ !
নাভিপদ্মে আলোকরেণু, চরণে তার মহার্ঘ বিভাস ;
-আমার যে পূর্ণ সমর্পণ, করিনি হিসাব নিকাশ !
ও মেঘ, সারাজনম ছুঁয়ে থেকেও পাইনি তব মন ;
-ও আকাশ, আমি পাহাড়ের রূপেই রয়েছি মগন !
-----/\-----