__________
তুমি যে মেখেছো আজ পরাগরেণু মুখে;
অজ্ঞেয় ভাব - কী সুখে !

সারাটি দিন বিষাদের মায়ায় কেটে গেলে;
সেই তুমি -ফিরে এলে !

হাতের মোহন মূদ্রায় আগুন লুকিয়ে আনো;
চন্দ্রভূক আমি - তুমি ঠিক জানো !

সাগরের ঢেউয়ের মুখে শঙখচূড় খেলার রাত;
অনুভবে - নায়াগ্রা প্রপাত !

তেপান্তরের মাঠ পেরিয়ে এসে সেই একদিন;
বলেছিলে, দেখি - হাতটি দিন !

হাতের সাথে মিলে গেলে আগুনমুখী হাত;
বুকের ভেতর - তুমুল তুষারপাত !

কোমল তুষারে ছেয়েছে দেহ, সারা প্রান্তর;
উধাও উধাও - স্বপ্নের শহর !

আজো সেই প্রত্নছাপ সারাটি দেহ, শহর জুড়ে;
তুমি আজ - কত দূরে !