______________
হাত বাড়ালেই কি ছোঁয়া
              যায় যে কোনই হাত
কিছু হাত তো জুড়ে থাকে দুঃসহ অন্ধকার রাত !

বাড়ানো যে কোনই হাত
                কি মধুর আশ্বাসের হয়
কিছু হাত কখনো কখনো বড়ো রক্তপিপাসাময় !

কিছু হাত পড়ে আসে
             ছলনার অচেনা সুক্ষ্ম আবরণ
কিছু হাত কামনার, কিছু হাত মৃত্যু শমন !

কিছু হাত নিশ্চিত অবিশ্বাসের,
                কিছু হাত গভীর বেদনার
কিছু হাত মুখোশে আড়াল, কিছু হাত হায়েনার !

হাত বাড়ালেই যে কোন
                  হাত নিতে যে নেই হাতে
কিছু রাতও যে জেগে থাকে স্বপ্নীল ঊষার পশ্চাতে !

                 ------/\------