__________

যে অনলে পুড়ছো তুমি
      তার উৎস নই আমি,
আমারও মন পুড়ে,দেহ
    অনল সে'তো সর্বগামী ।

তোমারই অনলে অকারণ
      তুমি পুড়ে হও ছাই,
অন্ধ ক্রোধে নির্বোধ হলে
   শুভবোধ সুদূরে পালায় ।

পলাতক মন শ্রান্ত আজ
    শান্তি খোঁজে দেবদ্বারে
যে অমৃত সহজ ছিল মনে
   মিছেমিছি হারাও তারে ।

মনের গহন কোণে তবুও
    জেগেই থাকো অহর্নিশ
উতল ভাবের অচিনপুরে
    অনলগ্রাহী সুখের বিষ !


     |||||||||//০\\|||||||||