___________
জলছাপা রঙ ভুলের পাখি
করছে বড্ড ডাকাডাকি
কোথায় রাখি, কোথায় রাখি
সর্বনাশা স্মৃতির পাখি !

দূর আকাশে নীলের মাঝে
সকাল দুপুর বিকেল সাঁঝে
মরছে ঘুরে কোন সে কাজে
কর্ণ জুড়ে বেহাগ বাজে  !

ভুলের হিসেব কে রেখেছে
প্রাণের দায়ে চুপ থেকেছে
হাজার তারার রূপ দেখেছে
ভুল বাসরে সঙ সেজেছে !

এ হাত ওহাত ঘুরে এখন
দোটানা ভাব দু'খানা মন
স্মৃতির কাছে নেয়নি শরণ
বুকের গহীন মধু কাশবন !

এই অবেলায় বাড়ায় জ্বালা
হাতের পাতায় শিউলীমালা !