------------------
দুঃখের অনলে পুড়ে শুদ্ধ হলে মন
দুঃখেরই চরণে হোক নির্ভয় শরণ
সুখ আসে সুখ যায়, দুঃখ সর্ব্বময়
সুখের মোহেই বৃথা করি কালক্ষয়
কালের সাহারা জুড়ে অরূদ্ধ মায়া
জীবনের প্রতিপদে বিষাদের ছায়া
মায়ারই অবয়বে মহাকাল নিশ্চল
ছায়ার অতলে বয় নিরূদ্ধ অশ্রুজল
জলের আকারে জীবন অরূপ-সার
এ ধরণী, এ শরীর জলেরই আধার
সে আধারে অন্ধ-সত্তা পুঁতিগন্ধময়
নামের শরণে ঠিক আলোকিত হয়
সুখ নয়, দুঃখ নয়, সন্তোষ চিত্তসার
শুভালোকে প্রতিক্ষণ আনন্দ অপার ।