------------------
বিবর্ণ সময়ের শ্রান্ত
দুটি আঁখিজুড়ে - ,
হতাশার সুর বেঁধে অবেলায় দেখা স্বপ্নে
বিষন্নতার কাব্য লিখেছিলে অসীম যত্নে;
সেই কোন কিশোরবেলায়,
মনে কী পড়ে !
এক সমূদ্র জল উড়িয়ে
নিয়ে অক্লেশে,
মেঘের কাছে উত্তপ্ত নালিশ সাড়ম্বরে
নিরেট সে জলে থৈ থৈ সারাটি ঘরে।
সে কোন বেনো রোদে মুখ
ছোঁয়ালে হেসে !
রোদের নির্ল্লজ্জতায় তুমিও
ভেসে অজ্ঞান,
মেঘে মেঘে লুকোচুরি কার দম্ভ ভাঙে
নিশিরাতে কোন চাঁদে কার অঙ্গ রাঙে;
সে রঙিন বালুকাবেলায় কী
আনন্দে রৌদ্রস্নান !
পরিযায়ী রৌদ্রাণুতে তুমি ভাসো উদ্দাম,
সুনন্দিতা রৌদ্রমুখী, তোমার সারা অঙ্গ জুড়ে
সে আমারই নাম !!