-------------------

থাক তবে, আর নয় নাই এলে ফিরে
তবু সেই পুরোনো ভালো লাগা রয়েছে ঘিরে,
দূরে কোন পাহাড়ের বনচ্ছায়
কি গান গেয়েছে পাখি - কে জানতে চায় !

ছাদের শার্সিতে বসে যে পাখি ডাকে সারাদিন
তার কাছে এ জীবনের কতখানি ঋণ,
কেউ কি ভেবেছে দেখে, কী তার মূল্যমান,
কী তার দাম কেইবা ভাবে, সে যে সহজ দান !

তবুও দিনান্তের শেষে নীড়ে ফেরা ক্লান্ত পাখি
যে মধুর সুষমাটুকু সযতনে গিয়েছে রাখি,
তারে যদি রাখো তুলে ভাবনার  বিপুল সম্ভারে,
কোন দুঃসহ রাতে সে মধুরতা, স্বপ্ন দিতে পারে !

সেই সুধা মেখে যদি এই চোখে রাখ ঐ চোখ,
অন্তরে অমল জোছনা, এ হৃদয় আনন্দলোক !

                         ----০---