____________

দিনের শেষ সূর্য্য এসে পড়েছে কার্নিশে
সে আলোর মমতা ছুঁতে জানলার ধারে এসে
দাঁড়াতেই দেখি, ওপারের বাড়ীর বারান্দায়
সে বসে আছে, একমনে গুনগুন কী গান গায় ।

সুরের ধ্বনিতে যেন এক বিষন্নতা গুমরে কাঁদে
তবু সে স্বর কী জানি কেনো গহীন মায়ায় বাঁধে;
মুখের উপরে তার বিদায়ী আলোর নিবিড় খেলা
বিস্মৃত চারিধার, আত্মমগ্ন চেতনায় ভাবের মেলা !

কী ব্যথা তার অন্তরে, বুকে তার বেদনাভার
জানতেম যদি কেনো সে উন্মনা, কী দুঃখ তাহার;
দু' চোখের পল্লবে যেনো লুকোনো অশ্রুভার
কারো জন্যে অপেক্ষায় সে কী, যাতনা উপেক্ষার !

সাঁঝের আঁধারে ক্রমে হারায় ও'বাড়ীর বারান্দাখানি
চেতনায় জেগে থাকে সে বিষন্ন মুখ,
               বিরহিণী রাই, তোমারে চিরকাল জানি ।।