-----------------------
জানিই তো, পৌঁছাতে পারবো না অতদূর -
পারবো না তোমাকেও ছুঁতে !
পারবো না অলক্ষ্যে রেখে চোখ
ভাসতে মেঘের কাছাকাছি
                 ওই অতখানি উঁচুতে !

জানি নিশ্চিত, তোমারও হরেক বাধা,
তোমারও কাশবন শীতল মরুপ্রায়,
তোমাতেই কতদিন আবেশে ডুবো স্নান
সেই উছল নদীবাঁক
                   ধূ ধূ আজ মোহনায় !

মরুতে জলের ধারা দাও যদি আনমনে
বিস্মৃত হিজলবন জেগে উঠে, সংস্থিত নিশিরাত
চোখে চোখ রেখে যদি পলকে হারাতে পারো,
আঁধারের পাড় ভেঙে কামুক
                             আলো ছোঁবে হাত !

আলোর পরতে পরতে মায়ামুখ হলে সচল অধীর,
কাশবন ডাকে ফিরে, ডাকে উতল সে নদীতীর !

                       ---০---