-----------------------
কতদূর আর কতদূর তার বাড়ী, অরণ্যপথ
দু'হাত জড়ো করে কে সে নিয়েছে শপথ;
তারপর আর দেখা নেই, যুগের পরে যুগ
মহাকাল মনের আড়াল, গতিহীন শম্বুক ।
এইভাবেই দিন যায়, যায় নির্ঘুম রাত
অতীন্দ্রিয় চেতনার পরে ক্ষণিক চন্দ্রপাত;
অনন্তঃ অপেক্ষার মতো অচেনা নক্ষত্র,
গোধুলিবেলায় দিয়েছে এনে মেঘের পত্র ।
অরণ্যের পথে পথে হারানোর উন্মাদনা
বাঊলমন গভীরেতে করে আনাগোণা;
হারাতে হারাতে শেষে হাতে পরশপাথর
কার টানে কোন ক্ষ্যাপা ফিরে যায় ঘর!
উদাস ভাবের ঘোরে আনন্দ সারাৎসার,
সে আছে বুকের ভেতর,
অন্তর্লীন নিরাকার !
---০---