--------------------
আবারও দেয়ালে লিখো মানবিক শ্লোগান
নিজেরই বুকের কাছে পেতে রাখো কান;
কিছু কি শুনতে পাও? কোন কান্নার ধ্বনি?
সভ্যতার মর্মে মর্মে বিস্মৃত ইতিহাস, অশ্রুখনি!
যে হাতে নামাও মাথা, রক্তের বন্যা বহাও
সে হাত কি তোমারই, সে হাতে তাকাও;
চিনতে কি পারো, সে হাতে শয়তানের ছাপ ?
পূণ্যলোভী রক্তস্রোতে অর্জিত অক্ষম্য পাপ !
হত্যার তাণ্ডবে, রক্তের প্লাবনে, দাম্ভিক হুঙ্কার
একবারও কি ভেবেছো ঘাড়ের উপরে তোমার
যে মাথাটি ধরে আছো সেটি আসলে কার !
সে মাথা তোমারই কি, নষ্টধর্মে সারাৎসার !
যেভাবে নামাও মাথা অন্যের, তেমনই ভাবে
অন্যকারো হাতে একদিন তোমার মাথাও যাবে;
মাথা নাও, মাথা দাও, সভ্যতার কলঙ্কিত শব
মানুষেরে হেয় করে আত্মগ্লানিহীন, ধর্মে উচ্চরব !
বিদ্বেষের পঙ্কে তোমরা ভেসে যেতে চাও, যাও;
রক্তের উৎসবে নিজেকে রাঙাতে চাও, রাঙাও !
যে ধর্ম বিদ্বেষ জাগায় সে কোন ধর্মই নয় মানি
মানুষের ধর্ম ভালোবাসা, ভালোবাসতেই জানি ।
আমার রক্তে তোমার পাপের কলঙ্ক যদি হয় ক্ষয়;
বুক দেবো পেতে, ভালবাসার এ রক্তে যদি
তোমাতে মনুষ্যত্বের উদয় হয় !