____________
চারিদিকে যত হাহাকার, যত শোক, যত অশ্রুজল
কিছু তার বেঁচে থাকে বৃক্ষের শেকড়ে, ঘাসের শরীরে
কিছু তার ধুয়ে ধুয়ে বয়ে নিয়ে যায় শ্রাবণের ভরা নদীজল
বেদনার প্রহরগুলো বয়ে গেলে পর ওরা আসে ফিরে ।
ওরা আসে মেঘের মায়া হয়ে, বিগলিত বৃষ্টি হয়ে ঝরে,
ওরা আসে সুরের পাখি হয়ে, গাছে গাছে বিহ্বল ওড়ে !
ওরা আসে ফুলে ফুলে প্রজাপতি হয়ে, নান্দনিক প্রেম,
ওরা আসে রাতের জোনাকী হয়ে, অরূদ্ধ নিকষিত হেম !
ওরা আসে তাই বর্ণীল সুষমায় মোহমুগ্ধ সপ্রাণ এ জীবন
ওরা আসে তাই দুঃখের কালোরাত্রি শেষ হয় কোনদিন
ওরা আসে তাই সুখের স্বপ্নে তবু চঞ্চল হয়ে ওঠে মন,
ওরা আসে তাই কবিতার কাছে এসে দীপ্তবাণী কণ্ঠহীন ।
আত্মগত ভাবনার দিগন্ত দিলে খুলে ওরা এসে করে কলরব
দিনের শেষে অত:পর হাতের মায়াবনে ওরা স্তব্ধ স্মৃতিশব ।
---০---