___________

জলের ঢেউয়ের শীর্ষে রোদের লুকোচুরি
ছিটকে পড়া সে আলোয়
           আর কত শুশ্রূষা খুঁজে বেড়াবে তুমি !
আলোর সাধনায় মহাকাল এনেছে কত
                      মহত্তম আত্মার উত্তরসূরী
ঊষার পবিত্র আলোর মত এ চারণভূমি ।

সে আলোয় ভরালে এ মন, স্বরূপ সত্তা
প্রগাঢ় সত্যের কাছে নতজানু আত্মমগ্ন সরলতা
জীবনের শিরায় শিরায় ধূপের মোহনীয় সুবাস
মিথ্যারে উপেক্ষার শক্তি দেয় বন্দিত আশ্বাস।

মাটি ও মায়ের কাছে দৈনন্দিন ঋণ
রক্তের সুষমায় জ্বেলে দিলে
                 প্রাণিত কৃতজ্ঞতার প্রদীপ
মোহের নিগড় ভেঙে ওঠে যে মানবপ্রাণ
                         ঈর্ষা, ভয়, শঙ্কাহীন-
শুদ্ধতম প্রজন্মের প্রত্যয়ে,সুস্বর, বিপ্রতীপ ।

জীবনের পদে পদে যে দুঃখ বেদনা বাজে,
অমৃত মধুর সুন্দর তারি অন্তরে নিত্য বিরাজে !


                      ---০---