[IMG]http://4.bp.blogspot.com/-lxIGZewfq78/U-cOW-h9bGI/AAAAAAAAATU/w_BiORXPcAk/s1600/Romantic-tree-house-image-card-for-lovers-photo-HD-picture-1024x768.jpg[/IMG]
___________
নিবিড় টানের উচ্ছ্বাসে অরুণিমা
হাত বাড়াতেই কবিতার মধুরিমা,
এসে পড়লো স্পর্শহীন হাতে --,
এই একেলা নির্জন সন্ধ্যারাতে ।
কেউ তো কোথাও নেই এইবেলা
কে আছে অপেক্ষা করে -দূরাহত স্বপ্নভেলা
নিস্পন্দ নীরস মেঘে ঢাকা সমগ্র চরাচর
কার জন্যে তুলে রাখে মোহন অক্ষর !
সে অক্ষরে কোন বাণী, কী আলেখ্যলেখা
কোন সুধা, কোন বিভাস, কোন বেদনামাখা;
নীরবে বইয়ের পাতায় লুকিয়ে বিব্রত মুখ
জ্যোৎস্নাজলে স্নানের মতই মেখেছে অসুখ ।
ওরা কারা হেঁটে যায় দিগন্তের দিকে অভয়
গোধূলি-রঙ ছুঁয়ে আকুলিত জোনাকী সময়,
কারে ডাকে ভ্রূ-পল্লবের গহন ইশারায়
যে কখনো চায়নি ফিরে সেই কী তারে পায় !
কার জন্যে খুলে রাখো পরব্রহ্ম স্বরূপখানি
অরুণিমা হে অরুণিমা, কোন মোহে কারে
কখন নাও বুকে টানি !