*********
       আকাশের দিকে একটানা গলা বাঁকিয়ে তাকাতে তাকাতে ঘাড় ব্যাথা হয়েই গেলো, কিন্তু আকাশের কোলে এলোকেশী অপ্সরীর গহন কালো চুল তো দূরের কথা - একগাছি কালো মেঘের দেখাও না পেয়েই হয়তো নব্য মেঘদূত কাব্য লেখার আশা সম্যক পরিত্যাগ করে কাঠখোট্টা প্রবন্ধ নিয়ে মেতেছিলেন প্রখ্যাত প্রবন্ধকার প্রমথ চৌধুরী ।

     কে জানে - সত্যি কিনা, এখন তো আর প্রমথ বাবুকে জিজ্ঞেস করার কোন উপায়-টুপায় নেই, থাকলে না হয় জিজ্ঞাসা করা যেতো - নব যৌবনে প্রেমের উত্তাল ঢেউয়ের তোড়ে অন্ততঃ দু-এক লাইনও কি লিখেন নি -।

      এক্কেবারে খাঁটি বাঙালী সন্তান যৌবনের প্রথম অনুরাগে দু-চার লাইন কবিতা ঝাড়েননি -এমোনও কি হতে পারে -- তা'হলে তো তাঁর বাঙালীত্ব নিয়ে মনে খুঁত খুঁত হওয়াই স্বাভাবিক -- না হয় আপনারাই বলেন ।

      রবীন্দ্র পরবর্তী যুগে কত কত দূরন্ত কবি সব রবীন্দ্র জলের তুমুল জোয়ারে ভেসেই গেলো - ঠিক অস্তিত্ব রাখাই দায় হয়ে গেলো -- একমাত্র জীবনানন্দ দাশ ছাড়া । কি দূর্দান্ত মেধাবী সব কবি -- আহা  -- সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, অমিয় চক্রবর্ত্তী ! (চলবে)