কখনো সে হুড়মুড় করেই এসে পড়ে, যেনো শ্রাবণের তুমুল বর্ষণ --মুষলধারে ঝরছে তো ঝরছেই - সব তার ধরে রাখাও দায় হয়ে যায়, কখনো বা সে আসে শরতের ঊষার শিশিরের ফোঁটার মতই -- টুপ টুপ টুপ ।।

    আবার কখনো তীর্থের কাক এর মতোই হা-পিত্যেস করে বসে থাকাই সার - সে আর দেয় না দেখা, আসে না কিছুতেই নাগালে -- তখন কি যে রুক্ষ কাল - সৃষ্টিহীন এক বন্ধ্যা সময় ।।

    সে নিজে এসে না দিলে দেখা তারে কি যায় গো ধরা -- এ যেন মনের সাথে নিত্য ভাবের লুকোচুরি - এ যেন সখী পরিবৃতা রাধার সনে বংশীধারী রাখাল রাজের লুকোচুরি খেলা গো ।।

    মনের সাথে ভাবের এমন সম্মিলন হলেই তো সে এসে দেয় গো ধরা, আকুল প্রাণে ডাকলেও কি সে আসে - !! আসে না -সে- আসে না --!!
                                                                        (চলবে)