❤️
যেদিন আমায় ফিরিয়ে দিলি ঘরে
যেদিন আমায় বুঝিয়ে দিলি অন্ধ চোখ
তোর কি একটুও জ্বলন হলো না অন্তরে
আমায় ভেবে মনে কি তোর ছিল না শোক

ফিরিয়ে দিলি, ফিরে তবুও যাইনি তো
তোর ঐ যাওয়া আসার পথের পাশে
পড়েই থাকি পাথরচাপা ঘাসের মতো
তুই কখনও দেখিসনি তো ছিন্ন অবকাশে

আকাশ মেঘে ছেয়ে গেলে মাঝদুপুরে
বৃষ্টি মাথায় দাঁড়িয়ে থাকি একলা বট
ঝড়ের মাতম হঠাৎ যখন হাওয়ায় উড়ে
আমার তখন রক্তস্রোতে ভাবনা প্রকট

কোথায় থাকিস, কতদূরে, কোন শহরে
শ্রান্ত শরীর এলিয়ে দিয়ে স্বপ্নের শয্যায়
ঘুম না এলে আমায় কি তোর মনে পড়ে
এক নিমেষে মনটা কি শৈশবে ছুটে যায়

আজও কি তোর শরীরে হয় উষ্ণ শিহরণ
মাধবীলতার মালায় জড়িয়ে রাখা হাত
চোখে চোখে হারিয়ে যাবার স্তব্ধ প্রহরণ
ভেবে ভেবে নির্ঘুমে কি পার করিস রাত

মনে কি পড়ে তোর
শিউলী ফুলের সুগন্ধ মাখা স্বপ্নিল ভোর