~~~~~~~
🪷🪷🪷🪷
তুমি এসে দাঁড়ালেই
     মাথার ভেতরে জ্বলে ওঠে
          এক পৃথিবী আলো,
                এক আকাশ নক্ষত্র !

ছুঁয়ে যায় বৃক্ষ লতা পাতা ও শাখা
ছুঁয়ে যায় শেকড়ের অতলে শেকড়
শরীরের আনাচেকানাচে তখন
অজস্র ফুলের বাগান, সহস্র অরণ্য
নক্ষত্ররা ছড়িয়ে পড়ে চারপাশে
সে আলোর রোশনাই থেকে
       জেগে ওঠো তুমি
       স্বপ্নিল চোখে অসীম মায়া!

তোমার দিকে যাব বলেই বাড়াই চরণ
কোথায় যাবো?
            তোমার সমস্ত আমি
            আমার সমস্তই যে তুমি তখন!
আমার দু’হাতে লুটোপুটি
      ঝুরঝুর ঝরে পড়া
           তোমার অলীক শরীরের
                   অলৌকিক ধুলোবালি!

তোমাকে লিখব কি করে ভেবে ভেবে
সারাগায়েই মাখতে থাকি
              তোমার ধুলো তোমার বালি !