🍁🍁🍁 🍁🍁🍁
এতটাই আলো মেখেছ দু’চোখে
দৃষ্টি ঠিকরে যায় নিমেষের আঁখিপাতে,
চাঁদ নেমে আসে ক্লান্ত পথিক
জোছনা বিছিয়ে কাঁদে একা মধ্যরাতে !
চোখ মুদে আসে কি গাঢ়তম ঘুমে
চাঁদ যেন নিয়ে আসে সাথে ঘুমের আদর,
ঝরাপাতা ঠিক জানে গোপন কথাটি,
মাটিতে বিছিয়ে রাখে অনাবিল হলুদ চাদর !
দু’হাতে জোছনা মেখে সমস্ত রাত,
কেটে যায় ভরা পূর্ণিমার ভুল চাঁদের সাথে,
এই হাত কারও ভরসার হাত ছিল
একদিন, মনে পড়ে, মনে পড়ে, শেষ রাতে !
এখনও সমুদ্রের বালিয়াড়ি কাঁদে একা একা,
তোমার মনে নেই গতজন্ম, বিলুপ্ত হাতের রেখা !