🪷🪷🪷🪷🪷
স্বপন চক্রবর্ত্তী
🪷🪷🪷🪷🪷
সময়ের পথ পেরিয়ে পেরিয়ে
ক্লান্ত আমরা এসে পৌঁছালাম
আরেকটি শতাব্দীর উপকূলে,
আমাদের বুকের ভেতর
একটি রক্তাক্ত বাংলাদেশ,
অসংখ্য মৃত্যুর ক্ষত,
তবুও জয়ের উল্লাস।
আমাদের যুদ্ধ ছিলো - অন্যায়ের বিরুদ্ধে,
আমাদের যুদ্ধ ছিলো- শোষণ বঞ্চনার বিরুদ্ধে,
আমাদের যুদ্ধ ছিল
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে,
আমাদের যুদ্ধ ছিলো
একটি স্বাধীন দেশের জন্যে।
সেই দেশটি,
যেখানে সবারই সমান অধিকার থাকবে,
সেই দেশটি,
যেখানে হীন রাজনীতির নোংরা খেলা থাকবে না,
সেই দেশটি,
যেদেশে মানুষের প্রতি মানুষের
গভীর মমতার টান থাকবে,
সেই দেশটি,
যেখানে মানুষের চেয়ে দল বা ধর্ম
কখনও বড় হয়ে উঠবে না।
যে কালু মাঝি নদীর চড়ায় নৌকাটি বেঁধে
দেশ স্বাধীন করবে বলে
যুদ্ধে গিয়েছিল,
আর ফেরেনি কখনও!
যে সরলা মেয়েটি, বধূটি
হায়েনাদের নগ্ন হাতে
অকথ্য হামলার শিকার হয়েছিল,
আত্মহত্যা করে অপমানের
অসহ্য জ্বালা মিটিয়েছিল !
যে অশিতীপর নীরুবালা মাসি
আজও সন্তানের পথ চেয়ে বসে থাকে
পাড়ার রাস্তার মোড়ে
যুদ্ধে যাওয়া ছেলেটি
ফিরে আসবে আশায়!
যে সন্তানহারা পিতামাতা
রাত জেগে কাঁদে আজও,
নিজেদের খাবারের
কিছু অংশ তুলে রাখেন একপাশে,
যদি সেই সন্তান ফিরে এসে
মাঝরাতে দরজার কড়া নাড়ে
এই অসম্ভব স্বপ্ন দেখে দেখে !
আমরা তাঁদের এই
অমূল্য ত্যাগের বিনিময়ে
কি দিতে পেরেছি,
মিথ্যা আশ্বাস ছাড়া !
আমাদের এই বুকে আমরা আজও
বয়ে বেড়াই অনন্ত হুতাশ্বাস,
অবিনশ্বর যন্ত্রণার দুঃসহ ক্ষত,
ভুলতে না পারা
দুঃখের নির্মম ইতিহাস।
আমাদের ক্লান্ত স্বরে
আজ গভীরতম হতাশা,
আমাদের দু’হাতে
আজ স্বাধীনতার বিকলাঙ্গ লাশ।
আমাদের দুচোখে আজ
একাত্তরের পুনরাবৃত্তির
দুঃস্বপ্নের অকথনীয় বিভীষিকা!
আজও বাংলার মাটি
খামচে খামচে খায়
একাত্তরের হায়েনাদের প্রেতাত্মারা।
আমাদের স্বপ্নের সোনার বাংলা
এখন আর অসাম্প্রদায়িক একটি দেশ নয় !
হিংসার, বিদ্বেষের লেলিহান শিখায়
পুড়ছে আমাদের দেশ,
আমাদের স্বপ্নের সেই জনপদ !
পুড়বে আর কতদিন ••• কেউ জানো?