২৩.০৬.১৮
স্রোতে ভাসছে কুত্তার অলি গলি রাজপথ-
হরেক রঙের হরেক আকারের হরেক কুত্তা সব।
দাগি, রাগী, ত্যাজি, ল্যাংড়া, ক্লিন সেফড কি নাই?
জগৎ জুড়ে সারমেয় প্রকল্প সফল অবলীলায়।
ভুঁইফোঁড় পলিপ বসত গেড়েছে নাসারন্ধ্রে
ঠুলি পরানো চক্ষু কোটর আজ ডেডসি-
ভারি নোনা জলের পরিত্যক্ত আধার মাত্র।
জেনেটিক সায়েন্সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে
নেহায়েত পুরাতন পুষ্প ঘ্রাণটা
তাও নিষ্প্রয়োজন গল্প কথনে!
জয় বাবা ভোলানাথ
… … … … … …
পৃথিবীশুদ্ধ গড্ডলিকা প্রবাহ
নিয়ত ভেসে যায় সবুজ, ঢেকে যায় মাটি
আজও হিটলারের রক্ত প্রবাহ ধারায়
ভেসে যায় ফুল পাখি সব।