সুকৃতি বিকৃতি মাঝে তারে ফিরি খুঁজে
রচি তারে সদা আমি নব নব সাজে।
মনের বিকার মোর দেখিয়া আঁধার
সাধিতে সৃজিল তারে হৃদয় মাঝার।
হেথা নয় হোথা নয় নয় কোন খানে
শোণিতে যে আছে মিশে মনঃবীণা সনে।
তার সাথে দিবানিশি করে কত খেলা
বেদনা নাশিতে মোর কেটে যায় বেলা।।
অনাদিতে এই আমি আদিতেও সেই
জানিতে ব্যাকুল আমি আর কি সে কেউ?
পরিপূর্ণ এই আমি না-কি শুধু শূন্য
মানব জনম মোরে করিয়াছে ধন্য।
এরচেয়ে বড়কিছু কোথাও যে নাই
আমার আমিরে যদি চিনিবারে পাই।।