২২.০৮.২৩
দুর্নীতির বাইপ্রোডাক্ট উন্নয়ন জোয়ারে-
ডুবে যায় স্বদেশ
বেগমেরা প্রমোদে ভাসে নৌবিহারে-
হৃদয়ে আটলান্টা আবেশ।

ছাতার আড়ালে বেকার যুবক
তপ্ত দুপুরে নেকাব ঢাকা মুখে
যুবতী অদুরে

লজ্জার লালি ঘা
বাঁচার আশায় শুকায়ে চলেছে রোদে
কোনো এক বাঁশির করুণ সুরে
কেঁদে কেঁদে, নিরুপায় গৃহস্থি মা।

হরিপদ কেরানির কাচা খুলে যায়-
রসি দিয়ে বাঁধে তারে!

জেগেছে যাদের তান
সিন্ধু-বারোয়াঁয়
ডেকে বলে ওরে ছুটে আয়
ছেঁড়াছাতা-রাজছত্রে নো প্রোব্লেম

বিভেদ থাকুক দুরে
ডোন্ট বি হেজিটেড
যাবো তো চলে সবে,
অই এক বৈকুন্ঠ পারে।