দ্যুতিময় চেহারা দেখি দাঁড়ায়ে ঠায়
স্বদেশ আয়না ঘর
বিশ্ব জাগানিয়া শরীরী কুহক
শিখি প্রজ্ঞাপনে বিজ্ঞাপিত ভাষা-

ঝরে টুপটুপ শীতজল পাতাময়
পরে সাদামেঘ জলমসলিন
উষ্ণ হাওয়ায়-
ধুলিকণা, সেজেছে কুয়াশা।