কথা নয়, কথা বড়ো বেশি সাপেক্ষিক যার যার মতো
তাই কোনো কথা না, কথা বড়ো বেশি প্রবঞ্চনা প্রবণ

চেয়ে দেখো, শুধু, চেয়ে চেয়ে দেখো
কি নিপুণ, কি নিখুঁত সব সাধারণ
দিন নয়, মাস নয়, বছর বছর

তবু কথা নয় কোনো, কোনো কথা নয়
নেমে আসুক সন্ধ্যা, কলির
বন্ধ্যা আলোর বৈষম্য মিলে যেতে দাও দায়হীন

জেনেছিলে একদিন-
স্বর্গ উদ্ধার, অতপর পাওয়া হয়ে গেলে দেবতার বর
মহারাজ মুচকুন্দ ঘুমান বেঘোর
হুতাশন হুতাশন রব চারিধার

কি আশ্চর্য ললিপপ মুখে
প্রশান্ত চিত্তে ওরা কীর্তন গায়

হায়! তপোবন
দেখে- হত ইতিহাস, ঐতিহ্য হনন

নেমে আসো বৈষম্য ঘোচানো সন্ধ্যা
ডুবুক সূর্য ডুবুক, ডোবে না যেনো কালযবন!