১৫.০৪.২২
পাঁচ চার তিন দুই এক ঝরে গেলো দিন
জীবন বৃক্ষ থেকে।
হয়নি তো শোধ ঋণ কাদা মাটি জলে
পৃথিবীর বুকে।
মানুষের খোলে কাটায়েছি দিন
মানুষ ছিলাম কবে!
মানুষের মন গড়েছে মানুষ
স্বীয় স্বার্থ ভেবে।
উড়িয়ে ফানুষ সবে তো বেহুশ
সেই পাশবিক বন্য।
লুকিয়ে বিনাশ গায় মানবিকা
মানবিক বোধ ধন্য!
সবই তো ফাঁকা খ্যাতি নাম মান যশ
বাজারে সব পণ্য।
তবুও উল্লাস দেখে শুনে সব
মন জানে সব শুন্য!!