১১.০৪.২০

নন্দন-তত্ত্বে লাথি মেরে নন্দক যারা
তারা জানে যে জাবর কাটতে কাটতে
কিছু নেই আর আসলে সেখানে।
শুধু মিথ্যে, মেকি আর ভণ্ডামি ছাড়া তো
অসুন্দর কিছু নেই পৃথিবীতে।
খটখটে পৃথিবীর চটচটে কাদা,
উঁচু-নিচু, খাল-খন্দক সব কিছুর
নিজস্ব সৌন্দর্য আছে।
কোন এক নিগারের কালো মেয়ে-
ভিতরে আলো জ্বালায়ে তার বিশ্বকে জানায়,
আমিও কতো সুন্দর হতে পারি দেখো!
কেউ বাহিরের অন্ধকার গিলে গিলে
অসুন্দর হতে থাকে।
কৌলিন্য ভণ্ডামি কবে ঘুচে গেছে মিথ্যুকের!
তবুও এখনো চেয়ে দেখি
নন্দন কাননে চাষ হয়
ধুতুরা, কোকেন, পপি
পার্সেল হয় তাদের জন্য-
যাদের ভিতরে অন্ধকার
আর যারা জুজুর ভয় তাড়িত বন্য।