০৫.০৯.২২
ঘুম আমাকে ছেড়ে চলে গিয়েছে
যাপিত জীবনে তার সহবাস হারিয়ে ফেলেছি
পথে পথে ভূঁইফোড় আগাছা মাড়িয়ে
বনের মোষ তাড়িয়ে
বিছানায় আনা হয়নি আর মখমলি বাহার
সাধের ঘুমেরা তাই একদিন ছিঁড়েছে কাবিন
করুণার কালো জলে
পাশের ডিসপেনসারিতে
লিখে গিয়েছে জামিন-
ভাবি হায় ততোতুকু তো নিয়ে গেছে দায়..
ভাবি হায় ততোতুকু তো নিয়ে গেছে দায়
ততোটুকুতে জীবনের স্পন্দন বর্ণিল পদ্ম পাতায়
জীবনের প্রয়োজনে যতটুকু সকলে নেয়-
নিতে হয়।
জানি,
মহা উৎযাপনের রসদ নিয়ে
ফিরে সে আসবে একদিন
প্রাণের স্বাভাবিক নিয়মে
চিরায়ত সুন্দর অবিরাম সত্যের ঘুম
যেই ঘুম থেকে কোনদিন আমি
জাগিবো না আর
সেই অক্লান্ত ঘুমের শয্যা পাশে সেইদিন
সভা সমিতি বসবে
সুখদুঃখের ব্যবচ্ছেদ হবে
হবে হয়তো-বা মাতম
হয়তো-বা কোথাও নিভৃতে সত্যের সূর্যে
পুড়বে কোন কোন গগন
জানি যদিও হবে না কোন মহাপ্রলয় সেইদিন
জাগতিক নিয়মের বেড়জাল
বিচ্যুত করবে না কোন তাল
কালের কবিতামালা পরে
নক্ষত্র খচিত আকাশ তাকাবে- মহাকাল।