২৬.০৯.২১
তোমার
নিবেদনের
সেই সোনার
তরী-খানি
এসে
তীরে ভিরল।
ঢেউ জাগে নাই!
টুপ-টুপ ঝড়ে পড়া
জ্যোস্নার বরফ জল
উষ্ণ হয়ে উঠেছিলো,
বলেছিলো কানে
নীলোৎপলেরা
চুপিসারে!
তুমি এসে
ভেরালে তরী-
ভেড়ালে তো এসে!
গ্লাসিয়ার প্রেমগুলো
উষ্ণতায় গলে গলে শেষে
উত্তাল এক বন্যার তোড়ে
যায় ভেসে, যায় তো!
ভাসে তরী আমাদের
গতিতে উচ্ছ্বসিত!
আহ্, সে রক্তের
স্রোতের তীব্রতা!
ক্রমান্বয়ে ক্ষয়িত।
প্রখ্যাপিত সরোবর
পথের সব বাঁকে বাঁকে,
জীবন সরোবরে আনে নতুন ঢেউ।