০৭.০৬.১৮
মাঝি কার চেতনার জলে
উজান বেয়ে নৌকা চালাও রঙিন পালটা তুলে ?
বণিক কার শ্রমের-ই ফলে
সপ্ত-ডিঙ্গায় বাণিজ্য আজ অতীত যেয়ে ভুলে ?
ভাঙা হাটে কদম তলে
নাচবে কি আর হাতি-ঘোড়া সময় ফুরে এলে?
উল্টো হাওয়া লাগলে পালে
অতীত তোমায় টানবে পিছন নতুন খাতা খুলে।
সকল ঋণের হিসাব পেলে
শিকড় তোমার ফাঁস হবে তো সময় ঘুরে গেলে-
মাঝি উল্টা হাওয়া দিলে।