২০.০৯.১৭
অন্তরে বেধেছে বাসা অশুচি শকুন,
পৌনঃপুনিক আপোষে ব্যাপ্ত সেই শাখা
আকাশের বিশালতা গ্রাসে কালো পাখা,
অন্ধকারে সব তার খেয়ে গেছে ঘুন !
কুরে কুরে খেয়ে গেছে মানবিক গুণ,
অবশেষ বলিতে ছিল খোলস যেথা-
পিশাচিনি এসে বাসা বেধেছিল তথা,
শান্তির বদলে জ্বেলে অশান্তি-আগুন।
খুলে লোভে নিজ হাতে বসন-ভূষণ,
ভুলে সুর তাল লয় মধুর কথন-
কদর্য নগ্নিকা এক কুহুকিনি নারী,
মাতৃত্বের শুচিতা সব অশুচি করি
রক্ত পিপাসু রাক্ষসী রূপে অতঃপর
রচিলো কবর শেষে নিজ শুচিতার।