১৫.১০.২২
আকাশে মেঘেরা হাসে কাঁদে ভাসে
সে-কি হাসে
না-কি কাঁদে আর ভাসে
হাসে গাছের কচি পাতারা
আইবুড়োরা সুর তোলে
সুরের মূর্ছনায় ভাসতে ভাসতে বাতাসে
নেমে আসে মাটিতে ঝরাপাতারা
সেও মৃদু নৃত্য-ছন্দ লয়ে
সেখানে
হাওয়ায় হাওয়ায় মাটির সাথে তার লুটোপুটি
সে-কি ওড়ায় আঁচল আলতো হাওহায়
হাওয়ায় চলে
চুলে চুলে খুনসুটি
মেঘে মেঘে যতো রঙ পৃথিবীর
লাল রক্ত-মাংস ঢাকা তামাটে শরীর
একথান কাপড়ে ঢেকেছে পৃথিবী
নিভে গেছে সব রঙ সকালের রোদে পুড়ে...
তাঁর আছে আজ নিজস্ব এক নীল-সাগর
সেখানে গুমোট মেঘে মেঘে
ভেসে বেড়ানো কোনো এক নদীর ভিতর
ডাকে তাঁরে জীবন জলাঙ্গী মায়া দূরে...
আমি যে কথা বললাম-
তা আমাদের গায়ের কোনো এক স্নেহশীলা নারী-
হরিদাসির...