০৭.০৪.২০

ঝরা পালক ছেঁড়া ঘুড়ির মতো
ঘুরতে ঘুরতে জানালাটার ওপারে
খা-খা রোদে ডুবতে ডুবতে ভাসে

চৌচির ঘরের খুঁটি আর পোড়া মন
পোড়া চোখে দেখি চাতকের বাস
বুকের হাপরে আটকে আছে কষ্টশ্বাস

প্রেমিকার মুখখানা দূর আকাশে
বৈশাখের মেঘ আজ
নীল ক্যানভাসে ভাসতে ভাসতে ডুবে।