ডেট অথবা ডেথ লাইন
টোটাল মেশিনারিজ রেডি
সময়, ক্ষণ গুনতেছে শুভাশুভ
অজুহাত চাই মেটিকুলাসলি-
জুতসই আর লাগসই
জঙ্গলে আজ ভিন্ন আরতি
ধুপ-ধুলোয় আচ্ছন্ন সব
ফুল-পাখি-নদী
এককালীন মৃতরা-
উঠে দাঁড়িয়েছে সারিবদ্ধ
কাতারে তারা কৃষ্ণ সারথি
যাচ্ছিনা নিশ্চিত কোন আমি
হয়তোবা সে-ও এক-
তোলপাড় মৃত অজুহাত
অথবা পুরনো টেকসই ভীতি
যা বলছি- আসলে তা বলছি না
সেগুলো রাজনৈতিক প্যারাডক্স
আকাঙ্ক্ষা সেখানে গর্ভে ধরে-
যদিও কাঙ্ক্ষিত অপেক্ষা জারজ
আর যাবো না কোথাও
কোত্থাও যাবো না আর
ইচ্ছেঠ্যাংগুলো ভেঙ্গে
তুলে রেখেছি রেকাবি করে
লাল-লাল ফুলকো দুপুর
ঘুমিয়ে আছে তমাল তলে
কোন অজুহাতে-
জাগাবো না তারে আর
এখানে দারুণ শীত
কুয়াশা করুণ চোখ
শুষে নেয় রোদের সকাল
চোখ যেন চোখ নয় আর
চশমার ভাঙ্গা ফ্রেমে-
প্রগাঢ় এক কৃষ্ণগহ্বর।
২৫.০২.২০২৫।